দলসংখ্যা বেড়েছে, বদলে যাচ্ছে আইপিএলের ফরম্যাটও। আগামী ২৬ মার্চ নতুন ফরম্যাটে শুরু হবে আইপিএলের ১৫তম আসর। ফাইনাল হবে ২৯ মে। মুম্বাই ও পুনের চারটি ভেন্যুতে হবে লিগ পর্বের ৭০টি ম্যাচ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন ও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামের সঙ্গে খেলা হবে পুনের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ওয়াংখেড়ে ও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে আছে ২০টি করে ম্যাচ, অন্য দুই মাঠে ১৫টি করে। প্লে-অফের ভেন্যু জানানো হবে পরে।